নিজস্ব প্রতিনিধি : এর আগে কলকাতার পূর্বতন পুলিশ কমিশনার রাজীব কুমারকে শিলংয়ে জেরা করার সময় সিবিআই অফিসাররা কুনাল ঘোষকে সামনে বসিয়ে রেখেছিলেন নির্দিষ্ট কিছু প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য । এখন কুনালবাবু চাইছেন মুকুল রায় ও তাঁকে মুখোমুখি বসিয়ে সারদা কেলেঙ্কারির তদন্তের খাতিরে সিবিআই অফিসাররা জেরে করুন।

আজ ফেসবুকে সারদা তদন্তের অগ্রগতি নিয়ে একটি পোস্ট করেন কুণাল ঘোষ৷ সেখানেই তাঁর দাবি, প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে তাঁকে মুখোমুখি জেরা করা হোক৷ তাতেই বহু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে৷

সারদা তদন্তে এর আগে মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তখন মুকুলবাবু ছিলেন তৃণমূলে৷ এই বিষয়টি তুলে ধরে কুণাল ঘোষের দাবি আর আলাদা করে নয়, এবার জিজ্ঞাসাবাদ হোক মুখোমুখি বসিয়ে৷ এতে তদন্তে সুবিধে হবে বলে মনে করেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here