নিজস্ব প্রতিনিধি: আর ঘন্টা পরে ঠাকুরবাড়িতে আসতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর তার আগেই রাজ্য রাজনীতির ঠাকুরনগর গরম হয়ে উঠছে।
কয়েক হাজার তৃনমূল কর্মী নিয়ে সাংসদ মমতাবালা ঠাকুরের নেত্বৃত্বে স্টেশন এলাকা থেকে মিছিল শুরু করে। সবার হাতে মোদী বিরোধী ফেস্টুন এবং মুখে স্লোগান। ঠাকুর বাড়ির সামনে দিয়ে গিয়ে মিছিল শেষ হয়।
পাশাপাশি প্রথমে ঠাকুরবাড়ির যে মাঠে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল সেই মাঠে মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য বুকিং হয়ে গেছে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত । সে মাঠে চলছে ধর্মীয় অনুষ্ঠান। তবে অনুষ্ঠানে দর্শক ও শিল্পী নিয়ে হাজির রয়েছে জনা কুড়ি মতুয়াভক্ত ।