কোচবিহার:দুপর ৩ টা নাগাদ ৩১নং জাতীয় সরকে চিলাখানার সামনে বাইক ও সাইকেল এর মুখমুখী সংঘর্ষ হয়। সেখানে তিন জন আহত হয়। তাদের মধ্যে এক জন বাচ্চা রয়েছে। যার অবস্থা আশঙ্কা জনক। তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে কোচবিহার হাসপাতালে নিয়ে আসেন।
আকবর আলী (১১)চিলা খানায় বাড়ি। জানা যায় বাচ্চাটির মা চিলা খানায় ইট ভাটায় কাজ করে ওর মাকে ডাকতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
হোসেন আলী(২৭), মোজাপার হোসেন (২৫) দুজনের বাড়ি দেউচড়াইতে বলে জানা গেছে।