নিজস্ব প্রতিনিধি ,জলপাইগুড়ি: ভারতীয় সেনাদের ফায়ারিং এর সময় মর্টার সেল ফেটে বেঘোরে মৃত্যু হল এক যুবকের, নাম রিতেশ ওরাও (১৮) । ঘটনাটি ঘটেছে মালবাজার থানার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের শাওগাও এলাকায়, তিস্তা নদীর চরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন তিস্তার চরে সেনাবাহিনির ফায়ারিং যোন এলাকায় সামরিক বাহিনীর প্র্যাকটিস চলছিল সেইসময় রিতেশ নিষেধ থাকা সত্বেও ব্যাবহৃত গোলার ধাতব অংশ কুড়োতে যায় হঠাৎ একটি গোলার অংশ পায়ে লাগে।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার কিরে প্রথমে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় সেখান থেকে রেফার করার পর উত্তরবংগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তর জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে আনা হয়েছে।