নিজস্ব প্রতিবেদক:মধ্য কলকাতার উল্লেখযোগ্য সংগঠন ঠনঠনিয়া যুবক সংঘ।
তাদের এই বছর সরস্বতী পুজোর ৮৭ তম বর্ষে তাদের পুজো উদ্বোধন করলেন সাংসদ সুদীপ ব্যানার্জ্জী।
তার সঙ্গে ছিলেন বিধায়িকা স্মিতা বক্সী, নেতা সঞ্জয় বক্সী, যুব নেতা সৌম্য বক্সী ও ইয়াসির হায়দার, প্রধান পৃষ্ঠপোষক রাজেশ জয়সোয়াল সহ আরও অনেকে।
এদিন এই মঞ্চ থেকে গরিব শিশুদের বইপত্র প্রদান করা হয়।
শিল্পী আশীষ বসাকের ভাবনায় তাদের এ বছরের প্রথম থিমের পুজোয় মন্ডপ সেজে উঠেছে উত্তর-পূর্ব ভারতের আদিবাসীদের মাতৃ আরাধনার ভাবনায়।