মদনমোহন সামন্ত, কলকাতা, 11 মার্চ 2019 : গতকাল রবিবার নয়াদিল্লিতে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর আজ সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব সর্বদলীয় বৈঠক ডাকেন।

বৈঠকে রমজান মাসে নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস আপত্তি জানায় । এছাড়া প্রত্যেক রাজনৈতিক দলই আদর্শ নির্বাচন বিধি মেনে যাতে নির্বাচন সম্পন্ন হয় সে ব্যাপারে নির্বাচন আধিকারিক-এর কাছে দাবি জানান।

সর্বদলীয় বৈঠকের পর পরই মঙ্গলবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্টিয়ারিং কমিটি ও জেলা প্রেসিডেন্টদের বৈঠক ডাকা হয়েছে। ঐ বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা স্থির করে বিকেলে তা ঘোষণা করা হবে বলে প্রকাশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় নবান্নে দাঁড়িয়ে বলেছেন — মা মাটি মানুষের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে মঙ্গলে ঊষা বুধে পা মেনে মঙ্গলবার তাঁরা বৈঠকটি করছেন । জল্পনার সৃষ্টি করে তিনি বলেছেন ” another strike in the name of so called… so called… so called… ” । তিনি আরও জানিয়েছেন যে এত দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া কখনো দেখেননি।

মে মাসের গরমে আবহাওয়া ভোট কর্মী এবং ভোটদাতা উভয়ের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে । 2019 এর লোকসভা নির্বাচনকে উপলক্ষ করে তিনি 19 জানুয়ারি ব্রিগেডে সভার আয়োজন করেছিলেন ।

তিনি তখনো জানতেন না যে রাজ্যের শেষ দফা বা সপ্তম দফার মতদান হবে 19 মে । সবকিছুই 19এ হচ্ছে বলে তাঁর তির্যক মন্তব্য — 19এই বিজেপির “ডেথ বেল ” বা মৃত্যু ঘন্টা বেজে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here