নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া,: শহরের বুকে লজ গুলি ভাড়া দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠান, বিয়েবাড়ি, ব্যাবসায়িক কাজে ।একই সাথে মধুচক্রের আসর বসিয়ে রমরমিয়ে ব্যবসা করছে লজ মালিক।বাঁকুড়ার গোটা কোতুলপুর ব্লক জুড়েই বিভিন্ন লজে চলছে এ রকমই মধুচক্রের ব্যবসা।

সূত্রের খবর অল্পবয়স্ক স্কুল কলেজের ছেলে মেয়েরাই আসছে এ লজ গুলিতে। কেউ রোজগার করার জন্য আবার কেউ আসে একটু উষ্ণতার জন্য। এ রকমই কোতুলপুরের একটি লজে হানা দিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল বেশ কিছু যুগলের দল। কারোর বাড়ি কোতুলপুরেই, কেউবা এসেছে পাশাপাশি এলাকা থেকে।

এমনকি কোতুলপুর এর বসবাসকারী এক বিবাহিত মহিলাকেউ পাওয়া গেল মধুচক্রের আসরে।যদিও ক্যামেরার সামনে তিনি বললেন দুজনে এসেছি।কিন্তু পরিচয় দিলেন না সঙ্গীর।

অন্য দিকে লজ মালিক ক্যামেরার সামনে পড়তেই কোথায় পালাবেন খুঁজে পেলেন না। তিনি অস্বীকারও করলেন তিনি নাকি লজের মালিক নন এবং মালিকের নাম বলা যাবে না ।

প্রশাসনকে তোয়াক্কা না করেই কোতুলপুর ব্লকের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা এই লজ গুলিতে চলছে মধুচক্রের আসর। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here