নিজস্ব প্রতিনিধি: ভোটারদের আকর্ষণ করতে প্রধানমন্ত্রীর হাতিয়ার এবার মোবাইল কমপ্লেন বক্স। নরেন্দ্র মোদী চালু করতে চলেছেন বিশেষ এক মোবাইল ভ্যান।
বিজেপি ভোট প্রচারের জন্য রাজ্যের প্রত্যেকটি লোকসভা কেন্দ্র ও সদর দপ্তরে থাকবে বিশেষ এক অভিযোগ বাক্স। এর পাশাপাশি, রাজ্যবাসী ভয়েস কলের মাধ্যমেও সরাসরি প্রধানমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
জানা গিয়েছে, ওই মোবাইল ভ্যানে থাকবে বিশেষ এক জায়েন্ট স্ক্রিন। ওই ভ্যানে কেন্দ্রীয় সরকারের গত চার বছরের প্রকল্পের খতিয়ান তুলে ধরা হবে। উজ্জ্বলা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোট কতজন মানুষ ওই সুবিধা পেয়েছে তারই বিস্তারিত তথ্য ভিডিয়ো হিসেবে জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে। এছাড়াও ওই ভ্যানে প্রধানমন্ত্রীকে সংশ্লিষ্ট এলাকার অভিযোগ লিখিত আকারেও জানাতে পারবেন।
এই বিষয়ে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ইতিমধ্যেই ওই মোবাইল ভ্যান রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রচারে বের হবে। তার জন্য সবরকম ব্যবস্থার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের অভাব-অভিযোগ জানাতেই এই বিশেষ ভ্যান বলে জানা গেছে।”