নিজস্ব প্রতিনিধি: গুলি করে খুন করা হল তৃণমূল বিধায়ককে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কয়েক জন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে।
নদিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, ‘তিনি, বিধায়ক এবং স্থানীয় তৃণমূল নেত্রী রত্না ঘোষ ফুলবাড়ি এলাকার একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই মঞ্চ থেকে নামার পর তাঁকে গুলি করা হয়।’