তারাশঙ্কর গুপ্ত ,বাঁকুড়া:বড়দিনে বড়ো পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা।তিনি নিজে রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি এবং সরকারের প্রতিনিধিদের নিয়ে পৌঁছে গেলেন রানিবাঁধের শবর প্রধান গ্রাম গুলিতে ।
রানিবাঁধের রুদড়া রাওতোড়া প্রভৃতি গ্রাম গুলির শবর বাড়ি গুলি গিয়ে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনলেন ।শীত বস্ত্র তুলে দেওয়া হল গ্রামের মানুষের হাতে ।শিশুদের সাথে হাসি আনন্দে ও মাতলেন তারা।
মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন ধারাবাহিক ভাবে এই কর্মসূচি চলবে ।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের সুফল প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে আমরা সদা তৎপর আছি।
হাতের কাছে মন্ত্রী, বিধায়কদের হাতের কাছে পেয়ে, মনের কথা শোনাতে পেরে খুশি সহজ সরল মানুষ গুলি