নিজস্ব প্রতিনিধি: কলিয়ারিতে ব্লাস্টিং এর জেরে বাড়িঘরের ক্ষতি হচ্ছে অভিযোগ তুলে কলিয়ারিতে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ।
ঘটনা কুলটি থানার রামনগর সেল কলিয়ারিতে ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোলামুখ এই খনিতে ব্লাস্টিং এর জেরে স্থানীয় এলাকায় বাড়ি তে ফাটল দেখা দিচ্ছে ।
এলাকার ঘরবাড়ির সুরক্ষায় ব্যবস্থা অবিলম্বে করতে হবে, এই দাবি তুলেছেন স্থানীয়রা । ঘটনা প্রসঙ্গে কলিয়ারি ম্যানেজমেন্টর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।