মদনমোহন সামন্ত : সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে আজ শুক্রবার রাত্রে নির্বাচনী মিছিল পথ পরিক্রমা করে।
কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা 96 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মজুমদারের নেতৃত্বে প্রাক্তন পুরমাতা রেখা দে এবং যুব সভাপতি উদয় সিংহ রায়ের সহযোগিতায় বিশাল এই নির্বাচনী মিছিল যাদবপুররের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে ।
সন্ধ্যায় ঝড়-বৃষ্টি সত্ত্বেও উপস্থিতির হার ছিল লক্ষনীয়। মিছিলটি রাম ঠাকুর সরণি , বাঘাযতীন রোড হযয়ে লায়েলকা, রিজেন্ট এস্টেট, আনন্দপল্লী , নবনগর, নারকেল বাগান, বিজয়গড়ের বিভিন্ন পথ পরিক্রমা করে নারকেল বাগান এর দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন এর মাধ্যমে শেষ হয়।