মদনমোহন সামন্ত : “গণতন্ত্রের উৎসব ” সপ্তদশ লোকসভা নির্বাচনের বাঁশি বেজে উঠতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সময় নষ্ট না করে জনসংযোগে নেমে পড়েছেন । পাশাপাশি প্রার্থীদের হয়ে সমর্থকরাও দেওয়াল লিখন সহ যে যার মত পারছেন প্রস্তুতি নিয়ে নেমে পড়েছেন।

তৃণমূল কংগ্রেস দল সবার আগে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছে। তাদের সমর্থকরা বিপুল উৎসাহে 42 টি আসনের 42 টিতেই জয়ের লক্ষে আসরে নেমেছেন। দিন নেই রাত নেই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়াল লিখন সম্পূর্ণ করে ফেলতে চাইছেন তারা।

যাদবপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্যা এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের পরম স্নেহভাজন অভিনেত্রী মিমি চক্রবর্তীর সমর্থনে আজ যেমন পদযাত্রার আয়োজন করা হয়েছে, তেমনই যাদবপুর লোকসভা কেন্দ্রে 96 নম্বর ওয়ার্ডের কর্মীরা রং তুলি নিয়ে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত দেওয়াল ভরিয়ে তুলছেন তাদের প্রিয় প্রার্থীর সমর্থনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here