নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে হঠাৎ শিলিগুড়ির এন টি এস মোড়ে একটি মোটরবাইকে আগুন লেগে যায়। কী কারনে আগুন তা এখনও জানা যায়নি। তবে বাইকটি থেকে প্রচুর পেট্রোল গড়িয়ে পড়েছিল রাস্তায়। সম্ভবত প্রচন্ড গতিতে চলার ফলে ঘর্ষণে পেট্রোল থেকে আগুন লেগে যেতে পারে বল অনুমান। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।