নিজস্ব প্রতিনিধি: জেলা কার্যালয় ভাংচুরের প্রতিবাদে আজ সন্ধ্যে ৬ টার সময় ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে হাজরা মোড়ে এক জমায়েতের পর মিছিল করা হয়।
হাজরা মোড় থেকে শুরু হয়ে কালীঘাট, রাসবিহারী হয়ে মিছিলটি ফিরে আসে। ভারতীয় জনতা যুব মোর্চা , দক্ষিন কলকাতা জেলার সভাপতি খোকন ঘোষের নেতৃত্বে।