নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে এরিয়া ম্যানেজার এর অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি পালন করা হয় ।
শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, রেলের মালগাড়ি থেকে পণ্য ওঠানো-নামানো সময়সীমা বেঁধে দেওয়া ছিল 12 ঘন্টা। কিন্তু 12 ঘণ্টা সময় বাড়িয়ে করে দেওয়া হয়েছে 24 ঘন্টা।
অর্থাৎ যে কোনও সময়ই পণ্য পরিবহণকারী ট্রেন বা মালগাড়ি থেকে পণ্য নামাতে বাধ্য হবেন ব্যবসায়ীরা। 24 ঘন্টায় সম্ভব হয় না রেলের মালগাড়ি থেকে সমস্ত পণ্য নামানো।
কারণ সন্ধ্যের পর থেকে সারা রাত জেগে রেলের পণ্য নামানোর ক্ষেত্রে শ্রমিকদের দেখা দেয় নানান সমস্যা। আর সেই কারণেই শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন পণ্য ওঠানো-নামানো সময়সীমা পুনরায় 12 ঘন্টা করার দাবি তুলল।
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ রাতে শ্রমিকরা কাজে গেলে তাদের নিরাপত্তার থেকে শুরু করে তাদের পানীয় জল এবং খাদ্যের ব্যবস্থা করতে হবে রেলকে কিন্তু সেগুলি না করে 24 ঘন্টা কাজের সময় করে দেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের।
সোমবার শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিউ জলপাইগুড়ি এরিয়া ম্যানেজার এর অফিসের সামনে বিক্ষোভ কিছুক্ষণ সময় পথ অবরোধ করে স্মারকলিপি প্রদান করা হয়। মার্চেন্ট অ্যাসোসিয়েশন দাবি করে অতি দ্রুত পুনরায় 12 ঘন্টা সময়কে ফিরিয়ে আনতে হবে।