নিজস্ব প্রতিনিধি: ২০১৪ সালে সারা ভারতের বিভিন্ন আইনজীবী সংঘটন তাদের বিভিন্ন দাবী নিয়ে কেন্দ্রীয় সরকারে আইন মন্ত্রকে স্মারকলিপি জমা দিয়েছিল।
কিন্তু আজ পাঁচ বছর পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নেয় নি।আইনজীবীদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার আসানসোল আদালতে সমস্ত আইনজীবী পেন ডাউনের মাধ্যমে প্রতিবাদ জানায়।
আসানসোল বার কাউন্সিলের সভাপতি বাণীব্রত মন্ডলের নেতৃত্বে আসানসোল আদালতের আইনজীবীরা মিছিল করে জেলা শাসক দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন।
বার কাউন্সিলের সভাপতি বাণীব্রত মন্ডলের অভিযোগ সারা দেশের আইনজীবীদের স্বার্থে এবং সাধারন জনগনের স্বার্থে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের কয়েক দফা দাবী করা হয়েছিল সে সময় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হয় নি তারই প্রতিবাদে আজ জেলা শাসককে স্মারকলিপি জমা দেওয়া হয় যাতে তাদের দাবীগুলো উপর পর্য্যন্ত পৌছায়।