তুহিন শুভ্র আগুয়ান;তমলুকঃরাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নববর্ষের শুভেচ্ছাবার্তা প্রদান করলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে।
শুক্রবার নন্দকুমার বিধানসভার অন্তর্গত আলাশুলি গোরাচাঁদা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯২জন ছাত্র-ছাত্রীর হাতে নববর্ষের শুভেচ্ছাবার্তা প্রদান করেন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বিধায়ক সুকুমার দে।
এদিন সুকুমারবাবু ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না মাজী ও স্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিক।প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিক জানান,“এইধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি অনুপ্রেরণা যোগায়।
ভবিষ্যতে এইধরনের উদ্যোগ এগিয়ে চলুক আমি এই কামনা করি।”মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা ছাত্র-ছাত্রীদের প্রদানের পর বিধায়ক সুকুমার দে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,“এই শুভেচ্ছা বার্তা তোমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে সঠিক মানুষ হতে ও সমাজে প্রতিষ্ঠিত হতে।”
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা হাতে পেয়ে এদিন ছাত্র-ছাত্রীদের চোখেমুখে খুশি ঝরে পড়ে।
ছবিঃ-শুভেচ্ছা বার্তা প্রদান করছেন বিধায়ক সুকুমার দে।