অর্ণব মৈত্রঃ লিখেও চিঠি এই ঠিকানায় জবাব তোমার পেলাম না আর, গ্রাম হাবড়া ডাকঘর হরিপুর জেলা ২৪ পরগনা”
এই গানটি তার কন্ঠে বেরিয়েছিল জন্মস্থান অশোকনগরের কথা মাথায় রেখে।উওর ২৪ পরগনার অশোকনগর শহরে হরিপুর পোষ্ট অফিসের পাশে তাদের বাড়িতে জন্মগ্রহণ করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহঃ আজিজ ২ জুলাই ১৯৫৪ সালে।ছোট থেকে বড়ো হওয়া গানের চর্চা আজ সব কিছু স্মৃতি এলাকার মানুষের কাছে।
মঙ্গলবার মুম্বাই নানাবতী হাসপাতালে মাএ ৬৪ বয়সে শেষে নিশ্বাস ত্যাগের সংবাদ পাবার পর থেকেই শোকের ছায়া অশোকনগর হরিপুর এলাকায়।যেই বাড়িতে থাকতেন তিনি সকাল থেকেই ভির জমাচ্ছে সাধারণ মানুষ।
ছোট থেকে বড়ো হবার সময় মা বাবার হাত ধরে তারা অশোকনগরের বাড়ি বিক্রি করে ছেড়ে চলে যায় কলকাতা শহরে।
আজ শুধু বাড়ির জায়গাটা রয়েছে স্মৃতি হিসাবে।
এলাকার বয়স্ক মানুষরা তার স্মৃতি চারনা করেন তার কথা মনে করে। তাই ওই এলাকার মানুষের ইচ্ছা আজিজ সাহেবের মৃত্যুর জন্য একটি স্বরনসভার আয়োজন করবেন। শিল্পী আজিজ সাহেবের মৃত্যুতে শোকের ছায়া অশোকনগর শহর জুড়ে।