নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ-হাসনাবাদ শাখার কদম্বগাছি স্টেশনে আজ রেল অবরোধ করেন মহিলা যাত্রীরা। অবরোধকারীদের দাবি শিয়ালদহ শাখার অন্যান্য লাইনের মত হাসনাবাদ শাখায় মাতৃভূমি লোকাল দিতে হবে ।
মহিলারা ঠিক মত ট্রেনে উঠতে পারেন না। মহিলা যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে সেই কারণেই মহিলা তাঁদের কথা মাথায় রেখে মাতৃভূমি লোকালের দাবিতে রেল অবরোধ হয় শিয়ালদহ হাসনাবাদ শাখার কদম্বগাছি স্টেশনে।