নিজস্ব প্রতিনিধি: সরকারি মাটি ইঁট ভাটায় বিক্রি করার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনায় বিক্ষোভ গ্রামবাসীদের । এদিন ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুরে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে চালক সহ দুটি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে বালুরঘাট থানার পুলিশ।
খাঁড়ি সংস্কারের জন্য মাটি কাটা চলছে। বাসিন্দারা জানান যে পরিমাণ মাটি উঠছে তার অধিকাংশ চলে যাচ্ছিল স্থানীয় ইটভাটায়। জানতে পেরে বাধা দেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিষয়টিকে গ্রামবাসীদের বলে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় মানুষদের অভিযোগ সরকারি প্রকল্পের মাটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে।