মদনমোহন সামন্ত: আজ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালযয়ের “মাস কমিউনিকেশন” বিভাগের ছাত্রছাত্রীরা রবীন্দ্র ভবনে অবস্থিত এই বিভাগের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিল। এই বিভাগটির এখনও আদৌ কোনো পরিকাঠামো নেই, এটি চলছে বিশ্ববিদ্যালয়ের আ্যডাল্ট কন্টিনিউইং এডুকেশন আ্যন্ড এক্সটেনশন বিভাগের অধীনে।
কর্তৃপক্ষ এখনও আলাদা করে মাস কমিউনিকেশন বিভাগ করতে চাইছে না বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন। তাঁরা বিভিন্ন অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গতকাল কর্তৃপক্ষ দায় স্বীকার করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলা সত্ত্বেও বিভাগের উন্নতিকল্পে 50 লক্ষ টাকা ব্যবহারসহ অন্য কোন কিছুই পদক্ষেপ নেননি। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ,গতকাল তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরে আজ দুটি বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায় 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 32 জন অকৃতকার্য হয়েছেন । অর্থাৎ 60% ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছেন। এই সমস্ত অভিযোগে তাঁরা অবস্থান শুরু করেছেন। প্রয়োজনে বিভাগটি অচল করে দেবেন বলেও জানিয়েছেন।