নিজস্ব প্রতিনিধি, (তারাপীঠ-বীরভূম): এদিন বীরভূমের তারাপীঠে অনুষ্ঠিত হলো গণবিবাহ। একটি বেসরকারী লজে এই অনুষ্ঠানটি হয়। উক্ত অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন, রবি আঢ্য নামে এক সহৃদয় ব্যক্তি।
রবি আঢ্য ব্যাক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন এই গণবিবাহর জন্য। এদিন সাত জোড়া ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয় সমস্ত রকম আচার রীতি মেনে। এই গণ বিবাহতে ভুরি ভোজের আয়োজন করা হয়।
নবদম্পদিদের উপহারও দেওয়া হয়। । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য সরকারের কৃষিমন্ত্রী ডঃ আশিষ ব্যানার্জী। এই বিবাহর ফলে ছেলে-মেয়ে উভয়ের পরিবার খুবই আনন্দিত।