গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়ার নহবত লজে বুধবার মেহেলি সাঁই-এর বিয়ে হচ্ছে। সেখানে আজ ৩৬ জন অনাথ বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করেন মেহেলি সাঁই।
কাটোয়ার সুব্রত সাঁই ও মনীষা সাঁই-এর একমাত্র মেয়ে মেহেলির বিয়ে উপলক্ষ্যে নহবত লজে কেতুগ্রামের বারান্দা পরমানন্দ সেবাশ্রম সংঘের ৩৬ জন অনাথ বাচ্চাকে খাওয়ানো হল ।
প্রত্যেক বাচ্চাকে একটি করে হলুদ রঙের পাঞ্জাবি দেওয়া হয়। তারা খুশী হয়ে সেই পাঞ্জাবি পরে মহানন্দে বিয়ে বাড়ির ভোজ খায়। সাঁই পরিবারের এই রকম উদ্যোগকে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সকলেই অকুণ্ঠ প্রশংসা করেন।