নিজস্ব প্রতিনিধিঃ কিংস্টন ল কলেজ বারাসতে সুভাষ ময়দান সামনে থেকে একটি ম্যারাথন দৌড় “রান ফর এডুকেশন” আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমা জগতের ঈসা সাহা ও আবির চটপাধ্যায় ।
“রান ফর এডুকেশন” অনুষ্ঠান 300 জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে ।সুভাষ ময়দান থেকে শুরু করে কিংস্টন কলেজ পর্যন্ত এই দৌড় হয় ।
আবির বলেন, শিক্ষার দিকে আমরা যত বেশি নজর দিতে পারবো ততোই আরো বেশি ভালো হবে এই ধরনের উদ্যোগ ।