নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই ছত্তীসগড় বিধানসভা নির্বাচন। তার আগের দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ছত্তীসগড়।
রবিবার সকালেই বিজাপুরে সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে মাওবাদীদের। গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ২ মাওবাদীর। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র। এক শীর্ষ মাওবাদী নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি রায়পুর থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে কাঙ্কেরেও মাওবাদী-বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই চলে বলে খবর মিলেছে। এই লড়াইয়ে এক জন বিএসএফের এএসআই আহত হয়েছেন। এদিন প্রথমে পর পর সাতটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তার পরই পাল্টা জবাব দেয় জওয়ানরা।
এই পরিস্থিতিতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করাই এখন নির্বাচন কমিশনের কাছে বড়সড় চ্যালেঞ্জ৷ অশান্তি এড়াতে ইতিমধ্যেই দু’দিনে ভাগ করে দেওয়া হয়েছে নির্বাচন।
আগামীকাল অর্থাৎ ১২ নভেম্বর বস্তার, সুকমা, দান্তেওয়ারা-সহ মোট ১৮টি মাও অধ্যুষিত কেন্দ্রে ভোট হবে৷ বাকি কেন্দ্রগুলিতে ২০ নভেম্বর ভোটগ্রহণ পর্ব চলবে৷