নিজস্ব প্রতিনিধি :  তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

অভিযোগ, সোমবার রাত ৮টা ৫২ মিনিট ও ৮ টা ৫৩ মিনিট নাগাদ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে মানসবাবুর কাছে। ফোনে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সাথে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁকে।

মানসবাবু ফোন তুলতেই একজন বলে ওঠে, “আমি অমিত অধিকারীর দালাল ভবেশ বলছি। তুই কি দেবের থেকে বড় নেতা? তোকে খুন করে ফেলব।”

ঘটনার পরে সবং থানা ও জেলা পুলিশ সুপারকে ফোনে পুরো বিষয়টি জানান মানস বাবু। পাশাপাশি ঘটনা নিয়ে সবং থানায় রবিবার রাতেই অভিযোগ দায়ের করেন সবং ব্লকের যুব সভাপতি আবু কালাম বক্স।

যেখানে তাদের সাংসদের জীবনহানির আশঙ্কা করার পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এরপর তদন্তে নেমে গতরাতেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here