গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ বৃহস্পতিবার রাত এগারোটা থেকে রাত দেড়টা পর্যন্ত কাটোয়া শহরের বিভিন্ন স্থানে যেমন রেলওয়ে স্টেশন, হাসপাতাল, গঙ্গার ঘাট সহ সকল রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাটোয়ার সেচ্ছাসেবী সংগঠন মানবহস্তের গৌরাঙ্গ, প্রদীপ, জিৎ, দেবাশীষ ও হীরক সম্বলহীন অসহায় দরিদ্র ও ভবঘুরে মানুষ দের একটু উষ্ণতার স্পর্শ দেবার জন্য গায়ে জড়িয়ে দিলো শীতবস্ত্র কম্বল।
প্রদীপ দাস বলেন -অসহায় মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে মানবহস্ত কাজ করতে অঙ্গিকার বদ্ধ। হীরক বিশ্বাস জানান আমাদের মানুষের জন্য কাজ করারএই প্রচেষ্টা অব্যাহত থাকবে সবসময়।
আমরা এই ডিসেম্বর মাসের শেষ দিকে উত্তর বঙ্গের চা বাগানের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করতে চলেছি।।