নিজস্ব প্রতিনিধি: স্ত্রী ও দশ মাসের ছেলেকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির থানার গোড়ার মোড়ে। অভিযুক্ত স্বামীর নাম পিন্টু বসাক।
জানা গিয়েছে, শনিবার সকালে স্ত্রী ও পুত্রকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে পাশেই বসেছিল স্বামী। যে বাড়িতে ভাড়া থাকত পিন্টুরা, তার মালিক ডাকাডাকি করতে এসে ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি চেঁচামেচি করে আশপাশের লোকজন ডাকেন। পরে ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পিন্টুকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর পিন্টুকে জেরা করা হয়। সেই সময় খুনের কথা স্বীকার করেছে পিন্টু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরেই স্ত্রী ও সন্তানকে খুন করেছে পিন্টু।
রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা করা হবে বলে পুলিশ জানিয়েছে তাকে রিমান্ডে নিয়ে এসে জেলা করার চিন্তা-ভাবনা ও চলছে বলে পুলিশ জানায়।