নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: দিনহাটায় জোড়া খুনকে ঘিরে চাঞ্চল্য। স্ত্রীকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় শ্বশুর ও স্ত্রীকে কুপিয়ে খুন করল এক যুবক।

ঘটনাটি ঘটেছে দিনহাটা ২নং ব্লকের গোবড়াছাড়া বাজার সংলগ্ন খারিজা দশগ্রাম এলাকায়। মৃতদের নাম নিরঞ্জন বিশ্বাস ও মাম্পি বিশ্বাস। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

ওই ঘটনায় পর এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ  মোতায়েন করা হয়। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here