নিজস্ব প্রতিনিধিঃ ‘ বিবদমান নেতারা নরেন্দ্র মোদির ভয়ে কলকাতার ব্রিগেডের ময়দানে এক জোট হয়েছিলেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
এখানে ভারতীয় জনতা পার্টির ‘গণতন্ত্র বাঁচাও’ সমাবেশে একথা বলে স্মৃতি ইরানি বলেন, এই সব নেতারা দেশের উন্নতি চান না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘জাতীয় জোট ‘ গড়ার প্রচেষ্টার সমালোচনা করে স্মৃতি ইরানি বলেন, জাতীয় জোটের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে৷