নিজস্ব প্রতিনিধিিঃ লোকসভা ভোটের পর পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মজয়ন্তীতে দার্জিলিংয়ের ম্যালের মঞ্চ থেকে তিনি বলেন, জিটিএ চুক্তির নবীকরণও হবে ওই সময়। সেটিকে আরও উন্নত করা হবে। তারপর স্থায়ী শান্তির পথে এগোবে পাহাড়।
মমতা বলেন, ‘অনেক কাজ আমরা করেছি। পাহাড়ের ভালোর জন্য আরও যা যা পদক্ষেপ দরকার সব করব’। বস্তুত, ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ে স্থায়ী শান্তির লক্ষ্যে আন্তরিক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই গঠিত হয় জিটিএ।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখতে চাই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙের উন্নয়নের জন্য আরও ভাল কিছু হতে পারে কি না, তাই লোকসভা নির্বাচনের পর জিটিএ চুক্তি রিভিউ করা হবে।’ এরসঙ্গেই মমতা বলেন, ‘আমরাই দার্জিলিং হিল ইউনিভার্সিটি তৈরি করেছি, কেন্দ্রের কাছে বিশ্ববিদ্যালয়ের দাবি থাকলেও বিজেপি তা নির্বাচনের পর ভুলে গেছে।