সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: বীরভূমের চাতরা রেল স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছেে। মুরারই-এ আটকে মালদা হাওড়া ইন্টার সিটি।
ট্রেন চলাচল ব্যাহত থাকার ফলে দু্র্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। অন্যদিকে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, কিছুটা হলেও পরীক্ষার্থীরদেরকেও দুর্ভোগের শিকার হতে হয় এদিন।