নিজস্ব প্রতিনিধি :.কলকাতার আমরি হাসপাতালের পাশেই তৈরি হচ্ছে এই মালদা ভবন। রাজ্য সরকারের চিহ্নিত জায়গায় মালদা জেলা পরিষদের অর্থ বরাদ্দে তৈরি করা হবে এই ভবন। এদিন এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।
তিনি আরো জানান মালদাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই মালদা ভবন তৈরি করার। এই ভবন তৈরি হলে আগামীতে জেলার ছাত্রছাত্রীরা এবং চিকিৎসা করাতে কলকাতায় যাওয়া মালদাবাসি উপকৃত হবেন। খুব কম খরচেই তারা কলকাতার আমরি হাসপাতালের পাশে তৈরি এই মালদা ভবনে থাকতে পাবেন।
জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ভবন তৈরির কাজ। এদিকে এই খবর চাউর হতেই খুশিতে গা ভাসিয়েছেন জেলাবাসী