নিজস্ব প্রতিনিধি : মালদা- গোপন সুত্রেখবর পেয়ে সাত ডাকাত দল ধরা পরলো পুলিশের হাতে। কালিয়াচক থানার পুলিশ উদ্ধার করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। বুধবার তাদেরকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ গামী রাস্তা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ৭ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করেপুলিশ।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি ৭ এম.এম পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি হাসুয়া, দুটি রোড এবং দুটি চাকু।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা কোনো গাড়িতে ছিনতাই করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
তাদের উদ্দেশ্য পূরণ হওয়ার আগেই পুলিশের জালে ধরা পরে। ধৃতদেরনাম আলি আহম্মেদ, সামিউল সেখ, পিন্টু সেখ, সুভানি সেখ, সুভান সেখ, আসগর সেখ, কংগ্রেস সেখ। এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের বিভিন্ন এলাকায়। বুধবার তাদের জেলা আদালতে পেশ করা হয়।