নিজস্ব প্রতিনিধি :মালদা- এক আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার গরুল্লাপুর এলাকায়।
ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে বামনগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে ,বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মন্ত্রী টুডু (৫২) বাড়িতে এসে আদিবাসী নাবালিকা ছাত্রীকে জোর করে হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যান তারপর সেখানে আদিবাসী নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনার পর বাড়ি ফিরে এসে আদিবাসী নাবালিকা ছাত্রীটি সমস্ত ঘটনা তার দিদাকে বলেন।
ঘটনা শোনার পর তার দিদা গ্রামে সালিশি সভা বসিয়ে অভিযুক্ত প্রতিবেশী মন্ত্রী টুডুকে শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু মন্ত্রী টুডু সেখানে না আশায় বামনগোলা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বামনগোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত মন্ত্রী টুডু ঘটনার পর থেকেই পলাতক বলে পুলিস সূত্রে জানা গেছে