নিজস্ব প্রতিনিধি : মালদা -: আবারো মালদার কালিয়াচক থেকে গোপনসূত্রের খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের এলাকা থেকে এক লক্ষ টাকার জালনোট সহ ধৃতকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর ধৃতের নাম মোহাম্মদ আব্দুল্লাহ(৩৫), বাড়ি কালিয়াচক থানার ধারালো গ্রামে। শুক্রবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের এলাকায় অভিযান চালায়।সেখানেই ওই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। ওই ব্যক্তিকে আটক করে
তল্লাশি চালাতেই বেরিয়ে আসে জালনোট। তারপরই ধৃতকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ টাকার জালনোট। সব ২ হাজার টাকার নোট। পুলিশের তাকে শনিবার তাকে আদালতে পেশ করেন। পুলিশ তদন্তে নেমেছে।