মালদা- বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের আইটিআই মোড়ে । একটি যাত্রীবাহী বাস পঞ্চনন্দপুর থেকে মালদা আসার পথে আগুন লেগে যায় বাসে। ঘটনায় যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ৩৫ থেকে৪০ জন যাত্রী ছিল বাসটিতে।
মালদা শহরে ঢোকার মুখে দুপুর বারোটা নাগাদ, ঘটনাটি ঘটেছে, মালদা শহরের আই টি আই মোড় এলাকায়। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যাত্রীবোঝাই বেসরকারি বাসটি পঞ্চনন্দপুর থেকে মালদা শহরের দিকে ঢুকছিল।
হঠাৎ করে সেই বাসে ধোঁয়াবেরাতে দেখে বাসের চালক। ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় বাস যাত্রীদের মধ্যে। প্রাণ ভয়ে সমস্ত যাত্রী বাস থেকে নেমে যায়। বাস থেকে ঘন ধোঁয়া বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদা শহরের আই টি আই মোড় এলাকায়। বাসে আগুনের কারণে মালদা মানিকচক রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ইংরেজবাজার থানার পুলিশ।
দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে হাত দেয়স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও বাসের চালকের প্রাথমিক অনুমান বাসের ব্যাটারির তার থেকে শর্ট সার্কিটের জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজ বাজার থানার পুলিশ।