নিজস্ব প্রতিবেদক : মালদা- মালদা নালাগোলা জাতীয় সড়কে বড়সড় দুর্রঘটনার হাত থেকে একটু এর জন্য প্রানে বাচলো প্রায় ৪৫/ থেকে ৬০ জন যাত্রী।
একটি বেসরকারী বাস গঙ্গারামপুর হইতে নালাগোলা হয়ে মালদা যাছিল প্রায় নটা নাগাত বাসটি নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজলিতে পরে যায় এলাকাবাসি দেখতে পেয়ে তরিঘরি ছুটে আসে প্রথমে তাদের মদিপুকুর হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে ছয় থেকে সাত জন গুরুত্বর ভাবে আঘাত পাওয়ায় সেই কয় জনকে মালদা মেডিকেল হসপিটালে পাঠানো হয়।
বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেরে দেওয়া হয়। কিভাবে এতো বড় ঘটনা ঘটছে বাসের যাত্রীরা তা এখন প্রর্যন্ত কেউ বুঝে উঠতে পাছে না।পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে। বাসের ডাইভার পলাতক।