মালদা – মালদার মোথাবাড়ি এলাকায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো স্বামী সহ শশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।
বাপের বাড়ি থেকে টাকা আনত রাজিনা হওয়ায় ঘটনাটিঘটেছে মালদার মোথাবাড়ি থানার গৃহবধুকে খুন করে বলে অভীযোগ।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও শশুর।তবে পুলিশের হাতে ধরা পরে শাশুড়ি তাকে গ্রেফতার করেছে পুলিশ।প্রায় দুই বছর আগে ভূতনী থানার পশ্চিম নারায়ণপুর এলাকার বাসিন্দা বসন্ত মন্ডলের মেয়ে লক্ষ্মী মন্ডলের সাথে মোথাবাড়ি থানার গোলক টোলা গ্রামের বাসিন্দা় দিন মজুরের কাজ করে অসিত মন্ডলের বিয়ে হয়।
অভিযোগ বারবার স্ত্রী লক্ষ্মীকে বলে তার বাবার কাছ থেকে টাকা আনিয়ে আসতে বলত অসিত। স্বামীর কথা মতো স্ত্রী লক্ষ্মী তার বাবার কাছ থেকে কয়েকবার টাকাও নিয়ে এসে দেয়। দিন কয়েক আগে আবারও ৫ হাজার টাকা আনতে বলে। কিন্তু লক্ষ্মী তাতে রাজি হয়নি এই নিয়ে শশুর বাড়িতে অশান্তি চলত।
শনিবার রাতে অসিত আবারওমদ্যপ অবস্থায় তার ওপর অত্যাচার শুরু করে তারপর করে শ্বাসরোধ করে খুন করে স্বামী সহ শ্বশুর- শাশুড়ি।মোথাবাড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতার শাশুড়ি বেলি মন্ডলকে গ্রেপ্তার করে। পলাতক অভিযুক্ত স্বামী অসিত মন্ডল ও শশুর পাণ্ডব মন্ডল। তাদের খোঁজে তল্লাশি সহ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ