নিজস্ব সংবাদদাতা : প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে এবং গোলাম রাব্বানী। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ, মালদা জেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে প্রশাসনিক বৈঠক করেন তারা। জেলার বিভিন্ন সমস্যা এবং তা থেকে কি করে সমস্যার সমাধান করা যায়, রাস্তাঘাট পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

দুই মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলক রাজোরিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আরটিও দপ্তর, সেচ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সোমবার দুই মন্ত্রী মালদায় এসে একটি রাজনৈতিক সভা করেন।

মঙ্গলবার তারা মালদা প্রশাসনিক ভবনে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রী সাধন পান্ডে বলেন, যানজট মুক্ত করার ব্যাপারে আরটিও দপ্তর এর সাথে আলোচনা করা হবে। তিনি আরো বলেন, প্রতিটি কাজে স্বচ্ছ মনোভাব নিয়ে আসতে হবে। কোনো দুর্নীতির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেক টি কাজ স্বচ্ছ ভাবে করতে হবে। সাধারন মানুষ যেন পরিষেবা থেকে কোনো রকম বঞ্চিত না হয়। আর এ ও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কর্ম যজ্ঞে বাংলার মানুষ পাশে আছে আগামী দিনেও পাশে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here