মদনমোহন সামন্ত: আন্তর্জাতিক নারী দিবসে মধ্য কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির “সুরে গান গাইলো” বামেদের গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল।
বিকেলে রামলীলা ময়দান থেকে শুরু হয়ে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় রোড ধরে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে শেষ হওয়া মিছিলটি যেন দেখিয়ে দিল তৃণমূল সরকারের বিরুদ্ধে “বাম-রাম” ঐক্য !
দুপুরে বিজেপি মহিলা মোর্চার মিছিলে সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, “নারী নির্যাতনে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ । এই রাজ্যে নারীদের সম্মান দেওয়া হয় না। নারীরা সব থেকে বেশিঅত্যাচারিতা হন এখানে।”
বিকেলে গণতান্ত্রিক মহিলা মোর্চার মিছিলে এই বক্তব্যর প্রতিধ্বনি শোনা গেল। মিছিল পরিচালনাকারী নেত্রীদের বক্তব্য, ” পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন নারীরা । নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে । নারী সুরক্ষা , যৌন নির্যাতন রোধ , কর্মসংস্থান, হিংসা ও ক্ষুধামুক্ত সমাজের দাবি করেন তাঁরা এই মিছিল থেকে।