নিজস্ব সংবাদদাতা, নদীয়া : হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার চাকদহ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।
পুলিশ সূত্রে খবর, আনুমানিক পঞ্চান্ন বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই মহিলা রেললাইন পার হতে গিয়ে শিয়ালদহ রানাঘাট শাখার চাকদহ রেল স্টেশনের রেল লাইনে হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কায় মারা যান।
পরে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।