অতনু গোস্বামী নদীয়া : মহিলার খন্ড খন্ড দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার কল্যাণী জহর লাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে।মঙ্গলবার সকালে হাসপাতালের পুরনো বহির্বিভাগের কাছ থেকে এক মহিলার উদ্ধার খণ্ডিত দেহ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ।সূত্রের খবর,মঙ্গলবার সকালে হাসপাতালের প্রসূতি বিভাগের কাছে আবর্জনা স্তুপের মধ্যে একটি কাটা হাত দেখতে পায় হাসপাতালের কর্মীরা।
পরে হাসপাতালের পুরানো বহির্বিভাগ এর পাশে জঞ্জালের স্তূপের ভিতর কোমর থেকে কাটা পায়ের অংশ দেখতে পান তারা।পরে কল্যাণী থানায় খবর দিলে পুলিশ এসে দেহের অংশ গুলি উদ্ধার করে।তবে ওই মহিলার মাথা খুঁজে পাওয়া যায়নি।
কিভাবে ও কতদিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।হাসপাতালের মতন জনবহুল এলাকায় কিভাবে ও কারা ওই দেহ অংশ ফেলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। সকাল সকাল এহেন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে।