বিশ্বজিৎ রায়, হাওড়া : গঙ্গার বুকে ম্যাজিক দেখতে গিয়ে তলিয়ে গেলেন এক ম্যাজিশিয়ান। আজ দুপুরে চঞ্চল লাহিড়ী বয়স ২৮ ওরফে জাদুকর ম্যান্ডরেক তার বেশকিছু সঙ্গীকে সঙ্গে নিয়ে লঞ্চে চেপে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের দিকে আসেন।
তারপর হাত পা বাঁধা অবস্থায় নো পিলার কাছ থেকে গঙ্গায় ঝাঁপ মারেন। কিছুক্ষনের মধ্যে সে তলিয়ে যায়। এরপরে নর্থ পোর্ট থানা ও রিভার ট্রাফিক পুলিশের কাছে খবর গেলে তারা তল্লাশি শুরু করে। বিকেল পর্যন্ত তল্লাশি চললেও তার কোনো খোঁজ মেলেনি।
পরিবারের লোকজন ও তার সঙ্গীরা এবিষয়ে ক্যামেরার সামনা কিছু বলতে চান নি। তবে জানা গিয়েছে, এর আগেও সোনারপুরের বাসিন্দা চঞ্চল বাবু হেটে গঙ্গা নদী পার হওয়ার চেষ্টা করেন। যদিও তিনি সফল হন নি।