তুহিন শুভ্র আগুয়ান; হলদিয়াঃআকাশে বাতাসে এখন শীতের হিমেল হাওয়ার আবহ।এরমধ্যেই আগামীকাল থেকে মহিষাদলে শুরু হতে চলেছে সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব।এবছর এই উৎসব চতুর্থ তম বর্ষে পদার্পন করলো।উৎসব চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত।
দুদিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে কেশবিন্যাস প্রতিযোগিতা,গহনা বড়ি প্রতিযোগিতা,রঙ্গোলী প্রতিযোগিতার মতো নানাধরনের অনুষ্ঠান।
এছাড়াও থাকছে চিত্র প্রদর্শনী,হস্তশিল্প প্রদর্শনী, চারুকলা সম্মাননা প্রদান সহ রাত্রিকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছে বিশ্বকলা কেন্দ্র নামে এক সংস্থা।সংস্হার সম্পাদক বিশ্বনাথ গোস্বামী জানান,“আমাদের মহিষাদল শহরে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
তাই তাঁর জন্মদিবস উপলক্ষে আমরা প্রতিবছর এই সর্বাধিনায়ক চারুকলা উৎসবের আয়োজন করি।”।
সবমিলিয়ে দুদিনব্যাপী সর্বাধিনায়ক চারুকলা উৎসবকে কেন্দ্র করে এখন সাজে সাজো রব সমগ্র মহিষাদল জুড়ে।