গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমান: পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য উৎসবগুলোর মধ্যে অন্যতম বর্ধমানের কাঞ্চন উৎসব।
শনিবার ২ ফেব্রুয়ারী কাঞ্চন উৎসব উদ্বোধন করলেন মুম্বাইয়ের চিত্রাভিনেত্রী মাধুরী দীক্ষিত।
বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালিবাড়ি মাঠে শুরু হল কাঞ্চন উৎসব। এই উৎসব চলবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।
মাধুরী দীক্ষিত ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী অরুপ বিশ্বাস, স্বপন দেবনাথ ও তপন দাশগুপ্ত, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ সুনীল মন্ডল, ইদ্রিস আলী,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,সহ সভাধিপতি দেবু টুডু,সাংসদ মমতাজ সঙ্ঘমিতা,কাঞ্চন উৎসবের সভাপতি খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কাঞ্চন উৎসব এর মঞ্চ মাতালেন মাধুরী দীক্ষিত। নাচ, গানে ক্ষণিকের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিলেন কঙ্কালেশ্বরী মাঠ জুড়ে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শুরু হল কাঞ্চন উৎসব। জানা যায়, প্রতি দিন এই উৎসবের মঞ্চে থাকবেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি মুম্বইয়ের নামিদামি সংগীত শিল্পী ও নৃত্য শিল্পীরা।