তুহিন শুভ্র আগুয়ান;পূর্ব মেদিনীপুরঃপূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালিতে মঙ্গলবার রাত্রি নটা নাগাদ একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর,দক্ষিণ ২৪ পরগনা জেলার বাহিরকুঞ্জের তিনজন বাসিন্দা মাঝ সমুদ্রে পিকনিক করতে করতে হলদিয়ার দিকে যাচ্ছিলেন।এমন সময় হঠাৎ তাদের নৌকাটি গেঁওখালির ত্রিবেণী সঙ্গমের কাছে একটি বয়ায় ধাক্কা মেরে নৌকাটি ডুবে যায়।
এরপর ওই নৌকার যাত্রীরা জোরে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে প্রথমে একজনকে উদ্ধার করে এবং পরে আরো একজনকে উদ্ধার করে।এই ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের মুখে জলের মধ্যে আরও একজন ব্যাক্তি রয়েছে শুনে স্থানীয় বাসিন্দারা একটি নৌকা নিয়ে নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করে এবং আরও একজন ব্যক্তিকে ঘটনায় উদ্ধার হয়।জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের নাম উত্তম চড়ুই(৬০),দিলীপ দলুই(৫৫),উত্তম দলুই(৬৫)।
তারা মূলত পিকনিকের উদ্দেশ্যেই নৌকা করে হলদিয়ার দিকে যাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা কমল মন্ডল জানান,আমরা হঠাৎ কয়েকজনের চিৎকার শুনতে পাই।এরপর একজনকে নদী থেকে পাড়ে উঠে আসতে দেখি এবং পরে আমরা নদী থেকে আরও দুজনকে উদ্ধার করি।এই ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিল বলে অনুমান করা যাচ্ছে।ঘটনাস্থলে পৌঁছেছে গেঁওখালি ফাঁড়ির পুলিশ।