সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া:- সারাদেশ যখন পুলওয়ামায় পাকিস্থানপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা ভারতীয় ৪২ জন জওয়ান শহীদ হওয়ায় গভীরভাবে শোকাচ্ছন্ন,।
তখন বাংলার শান্তিপুরে অনেক তরুণ তরুণী ভারাক্রান্ত মনে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো। তাঁদের সাথে ধীরে ধীরে শান্তিপুরের সব ধরণের মানুষ জওয়ানদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শেষ শ্রদ্ধা জানালো।
সন্ধ্যা নামতেই কালো ব্যাচ পরে , হাতে মোমবাতি প্রজ্জ্বলন করে, সুষ্ঠ স্বাভাবিকভাবে সন্ত্রাসের প্রতি ধিক্কার জানালো শান্তিপুর “বন্ধন”- এর তত্ত্বাবধানে। সংস্থার সদস্য অরিজিৎ জানান যে- এটা প্রতিবাদ তথা শোকসভা এবং শান্তিপুরের সকল পর্যায়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এতে অংশগ্রহণ করেছে।