নিজস্ব প্রতিনিধি : ‘বিজেপি গন্ডগোল পাকাবে। গুন্ডামি ওরা করবে । আমরা তৈরি আছি । গুন্ডামির জবাব গুন্ডামি দিয়েই হবে’। বারাসাত বিশেষ আদালতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মদন মিত্র। তিনি বলেন, আমি গুড় বাতাসায় বিশ্বাসী নই জানিয়ে মদন মিত্র বলেন বিজেপির গুন্ডামির জবাব গুন্ডামি দিয়েই হবে ।
দলত্যাগ বা অর্জুন সিং ইস্যুতে অকপট মদন জনান, ভোটটা হবে মমতা বন্দোপাধ্যায়কে দেখে আর বিপুল ভাবে জয়ী হবে তৃনমূল ।
তিনি রায়চকে বৈশাখির ঘটনায় মন্তব্য করতে রাজি হননি । অন্যদিকে, মিমি – নুসরাতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাকে তিনি গুরুত্বহীন আখ্যা দিয়ে বলেন, প্রচারের প্রথম পর্বেই জনগণের মধ্যে উন্মাদনা রয়েছে ।
তিনি বলেন, আমি গুড় বাতাসায় বিশ্বাসী নই জানিয়ে মদন মিত্র বলেন বিজেপির গুন্ডামির জবাব গুন্ডামি দিয়েই হবে ।